উত্তরদিনাজপুর

অজানা জ্বর ঘিরে নিপার আতঙ্ক ছড়াল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে

অজানা জ্বরে নিপার আতঙ্ক ছড়াল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। কেরল রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে অজানা জ্বর নিয়ে রায়গঞ্জে বাড়ি ফিরে আসেন ভোলা মাহাতো নামে এক ব্যক্তি। বাড়ি ফিরে প্রথমে প্রাইভেটে চিকিৎসা করানোর পরেও জ্বর না কমায় গত মঙ্গলবার রায়গঞ্জ হাসপাতালে ভর্ত্তি করানো হয় ভোলা মাহাতো কে। চিকিৎসকরা ভোলার রোগের উপসর্গ শুনে তাকে পুরুষ মেডিসিন বিভাগের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা করছেন। সব সময় মশারির ভেতর রাখা হচ্ছে রোগীকে। তার রক্ত পরীক্ষার ব্যবস্থা করেছেন তারা। ভোলা মাহাতোর স্ত্রী রামসুখী দেবী জানিয়েছে জ্বরটা কমে আসলেও ভোলা বাবুর ঘাড় মাথার পেছনে ব্যথা কমছে না। ভোলা মাহাতো রায়গঞ্জের দশ মাইল এলাকার বাসিন্দা। রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতাল সুত্রে জানা গেছে  ভোলার রক্ত পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত সতর্কতা অবলম্বন করছে কর্তৃপক্ষ।

এই বিষয়ে ভোলা মাহাতোর স্ত্রী রামসুখী দেবী জানান, কেরলে গিয়েছিল শ্রমিকের কাজ করতে। কিন্তু সেখানে দিয়ে অজানা জ্বরের আক্রান্ত হয়। যদিও জ্বর কমে গেলেও মাথা ও ঘাড় ব্যাথা দেখা দিয়েছে বলে তিনি জানান।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/gcZHYQ78-UY